বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নতুন তদন্ত কমিটি গঠন

শিশুকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে ভর্তি!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে শিশুকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় তিন সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি বাতিল করে সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী গতকাল এ কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সিভিল সার্জন জানান, অভিযুক্ত ডা. এএইচএম খায়রুল বাশার সিনিয়র হওয়ায় জুনিয়র দিয়ে তদন্ত না করার বিধান রয়েছে। তাই আগের কমিটি বাতিল করা হয়েছে। অভিযোগ আছে, নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজার এলাকার শ্রমিক রুবেল মিয়ার ৪০ দিনের শিশু ইসমত নাহার জিবা ঘনঘন হেঁচকি দিচ্ছিল। গত ৩১ আগস্ট শিশুটিকে স্থানীয় আউশকান্দি বাজারের অরবিট হাসপাতালের নবজাতক ও শিশু রোগ চিকিৎসক খায়রুল বাশারের কাছে নিয়ে যান। ডাক্তার কিছু ওষুধ লিখে পরদিন শিশুর অবস্থা জানানোর পরামর্শ দেন। পরের দিন শিশুটি আগের মতোই রয়েছে এ কথা জানালে ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে দ্রুত মৌলভীবাজারের মামুন হাসপাতালে ভর্তি করাতে বলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় শিশুটি পুরো সুস্থ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর