বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় ১৫ লাখ টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় অনুমোদনহীন ওষুধ প্রস্তুত করার অভিযোগে সবুজ ফার্মাসিউটিক্যালস (ইউনানী) নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান মালিক সবুজ ইসলামকে (৩৩) ১৫ দিনের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মণ্ডল বলেন, শহরের মালগ্রামের সবুজ ইসলাম ২০১৩ সালে নিজ নামেই ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স ছাড়াও প্রয়োজনীয় কোনো কাগজপত্র ও জনবল ছিল না। গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে।

ক্যাবের বাজার তদারকি : নাটোর প্রতিনিধি জানান, সিংড়া পৌর শহরের গোডাউনপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১০ হাজার এবং মুসলিম হোটেল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ মিষ্টি ও খাবার প্রস্তুতের সরঞ্জাম নষ্ট করা হয়।

সর্বশেষ খবর