বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

দিনব্যাপী তথ্যমেলা

‘তথ্যই শক্তি : জানব, জানাব, দুর্নীতি রুখব’ স্লোগানে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নায়ার কবির, ডা. শওকত হোসেন। সভাপতিত্ব করেন জেসমিন খানম। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল বসেছিল।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আওয়ামী লীগের র‌্যালি

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপিকে আজীবন সম্মাননায়  ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র‌্যালি ও সমাবেশ করেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ হাজার নেতা-কর্মী অংশ নেয়।  বক্তব্য রাখেন— তৌফিকুজ্জামান শাহীন, আওলাদ হোসেন মাস্টার, মীর মামুনুর রশীদ প্রমুখ।

—কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

ফ্রি হেলথ ক্যাম্প

সাতক্ষীরায় ট্রাক চালক, হেলপার ও তাদের পরিবারের সদস্যদের তিন দিন ব্যাপী ফ্রি হেলথ চেকআপ গতকাল থেকে শুরু হয়েছে। র্যাংগস-আইশারের উদ্যোগে গতকাল দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই ক্যাম্পের উব্দোধন করেন সাতক্ষীরার সিভিল সার্জণ ডা. তাওহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী তানভির আহমেদ, কার্ত্তিক সাহা, ব্যবসায়ী শফিউল্লাহ মনি প্রমুখ। ক্যাম্পে র্যাংগস-আইশার কোম্পানির ট্রাকের ফ্রি সার্ভিসিং এবং চালক, হেলপার ও তাদের পরিবারের সদস্যদের চেকআপ করানো হবে।

—সাতক্ষীরা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডিস লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলউদ্দিন লিটন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লিটন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, লিটন গত ৬/৭ মাস ধরে একই গ্রামের ডিস ব্যবসায়ী শাহিনের ডিস লাইনের টেকনেশিয়ান হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকালে চারুয়া দক্ষিণপাড়ায় বিদ্যুতের খুটির উপর উঠে কাজ করার সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কর্মশালা

বাংলাদেশ, ভারত ও নেপালে আমন ধানের পর পতিত জমিতে ডাল উৎপাদনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিতকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. বীরেশ কুমার গোস্বামী, শোয়েব হাসান, ড. লুত্ফর রহমান, ড. মাসুদুল কাদের।

—গাজীপুর প্রতিনিধি

ওপেন হাউস ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাসিকের ৮ নম্বর ওয়ার্ড কার‌্যালয়ের সামনে গতকাল এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী। আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী অভিযোগ করেন, পুলিশ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের নেতা জোবায়ের হোসেন মনসুর বলেন, ‘পুলিশের সঙ্গে যেসব সোর্স কাজ করে তারা কোনো না কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর