শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের সেভেন ডে নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাতে গৃহবধূর স্বজনরা এ অভিযোগ করেন। মৃতের নাম নাছিমা আক্তার (২৫)। তিনি শহরের নিশ্চিন্তপুর এলাকার রুবেল ইসলামের স্ত্রী। নাছিমার মা রহিমা অভিযোগ করেন, গত রবিবার রাতে মেয়েকে সেভেন ডে নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসক জাহাঙ্গীর আলম তার সিজারিয়ান অপারেশন করেন। ভুল অপারেশনের কারণে মেয়ের প্রচুর রক্তক্ষরণ হয়। বুধবার দুপুরে নাছিমার অবস্থার অবনতি হলে চিকিৎসক জাহাঙ্গীর আলম তাকে রংপুর মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়। সেখানে নেওয়ার পথে মেয়ে মারা যায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার রায় বলেন, নবজাতকের অবস্থা ভালো রয়েছে। প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে। এ বিষয়ে চিকিৎসক জাহাঙ্গীর আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। সদর থানার ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর