শিরোনাম
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছোট যমুনায় জমজমাট নৌকাবাইচ

নওগাঁ প্রতিনিধি

ছোট যমুনায় জমজমাট নৌকাবাইচ

নওগাঁর ছোট যমুনা নদীতে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জমজমাট নৌকাবাইচ। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখতে নদীর পাড়ে নামে হাজারো মানুষের ঢল। বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে বসে গ্রামীণ মেলা। প্রায় ৩ কিলোমিটার পথে এ প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণে মুখরিত ছিল নদীর দুই পাড়। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকরা গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যেতে বসা এ খেলা দেখতে উপস্থিত হন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা। নওগাঁ পৌরসভার খলিশাকুড়ি খেয়াঘাট এলাকায় বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন। ৩৫-৪৫ মিটার দৈর্ঘ্যের নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট নয়টি দল অংশ নেয়। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি শহরবাসী ও আগত বিনোদনপ্রেমীরা। প্রতিযোগিতায় সেরা হয়েছে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগারী গ্রামের ‘আস্তান মোল্লা একপ্রেস’ নৌকা। দ্বিতীয় হয়েছে সদর উপজেলার শৈলগাছী গ্রামের ‘পঙ্খিরাজ’ নৌকা এবং তৃতীয় হাঁসাইগারী গ্রামের ‘তুফান মেইল’ নৌকা। প্রধান অতিথি থেকে নৌকাবাইচ উপভোগ করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি এম আবদুল বারীর সভাপতিত্বে ওহিদুর রহমান, শরিফুল ইসলাম খান, ময়নুল হক, কায়েস উদ্দিন, মেহমুদ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৫ বছর পূর্তি উৎসব পালন করতে সংগঠনটি ১ সেপ্টেম্বর মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে। ২৮ সেপ্টেম্বরের সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

সর্বশেষ খবর