রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুরো গ্রামেই সাপ আতঙ্ক

শ্রীমঙ্গল প্রতিনিধি

সাত আতঙ্কে ভুগছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রামবাসী। অজগর এসে গিলে খাচ্ছে মানুষের ছাগল, হাঁস-মুরগী। আশ্রয় নিচ্ছে বসতঘড়ে। ফলে গ্রামের প্রায় ২০০ পরিবারের দিন কাটছে আতঙ্কে। স্থানীয়রা জানান, গত ছয় মাসে এই গ্রাম থেকে ১০টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগর গিলে খেয়েছে গ্রামের খালেদা, ভানু, ইসমাইল, বাচ্ছু, পিয়রা, বকুল, ইউনুছ ও দুুলালের হাঁস-মুরগী ও ছাগল। সর্বশেষ গত বুধবার সেপ্টেম্বর ছালিমা বেগমের একটি ছাগল খাওয়ার সময় আরও একটি অজগর মানুষের হাতে ধরা পড়ে। খালেদা বেগম জানান, শিশু সন্তানদের নিয়ে সব সময় ভয়ে থাকি-কখন ঘরে অজগর ঢুকে আক্রমণ চালায়। ছালিমা বেগম বলেন, গত তিন মাসে অজগর তার তিনটা ছাগল, একটা রাজহাঁস ও পাঁচটি পাতিহাঁস খেয়েছে। এ রকম ঘটনা তাদের এলাকায় প্রতিনিয়ত ঘটছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘লাউয়াছড়া বনে খাদ্য সংকট দেখা দেওয়ায় বনের প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে বেড়িয়ে আসছে। আমরা খবর পেলেই সাপ উদ্ধার করে আবার লাউয়াছড়ায় ছেড়ে দেই।’ লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোছাদ্দেক আহম্মেদ মানিক বলেন, ‘আমাদের কাছে কেউ আবেদন করেনি। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে ক্ষতিপূরণ দেব।’  সরীসৃপ গবেষক শাহরিরায় সিজার রহমান বলেন, ‘আমরা গবেষণা করে দেখেছি লাউয়াছড়ার আশপাশের পাহাড়ি এলাকায় জঙ্গলে অজগরের বাসস্থান। রাধানগড় এলাকাটিও হল অজগরের আবাসস্থল। মানুষ পাহাড় কেটে এখন বসতি গেড়েছে। অজগর ঘুরে ফিরে তাদের বাসস্থানে চলে আসছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর