রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নকল সার ও কীটনাশক কারখানার সন্ধান

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার বৈদ্যপুর বাজারে নকল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ ও মূল হোতা আরিফ হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। আরিফ খুলনার খানজাহান আলী উপজেলার শওকত হোসেনের ছেলে। মান্দা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বৈদ্যপুর বাজারের অদূরে গোড়রা এলাকায় কারখানাটির সন্ধান পান। এরপর অনুসন্ধান চালিয়ে নকল সার ও কীটনাশক তৈরির সত্যতা পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে শনিবার সকালে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় নকল সার ও কীটনাশক তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পাশের বাড়ি থেকে আটক করা হয় আরিফ হোসেনকে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  স্থানীয়রা জানান, গোড়রা এলাকার আনিছুর রহমান আন্টু ও আজিজুল ইসলামের বাসা ভাড়া নিয়ে গ্রেফতার আরিফ হোসেন, মুকুল হোসেন, মধু চন্দ্র, এমদাদুল হক ও রফিকুল ইসলাম এক বছর ধরে কারখানার কার্যক্রম চালিয়ে আসছিলেন। কারখানাটি বাজার থেকে দূরে নির্জন এলাকায় হওয়ায় সেখানে কি তৈরি হচ্ছে এ বিষয়ে তারা অবগত ছিলেন না।

সর্বশেষ খবর