সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ধর্মঘট

প্রতিদিন ডেস্ক

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৮ এর খসড়া অনুমোদনের প্রতিবাদে গাইবান্ধা থেকে ঢাকাসহ সব রুটের বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে চালক-শ্রমিকরা। রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। গাইবান্ধা মোটরমালিক সমিতির নেতা আতিক বাবু জানান, প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে জরিমানা ও সাজার বিধান সংশোধনের দাবিতে চালক, সুপারভাইজার ও শ্রমিকরা বাস বন্ধ করে দিয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে এই কর্মসূচির সঙ্গে মালিক সমিতির কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি জানান। একই দাবিতে ঠাকুরগাঁও জেলায়ও গতকাল সকাল থেকে এ ধর্মঘট পালন করছে। এ দিন সকাল থেকে শ্রমিক ও চালকরা জেলার অভ্যন্তরীণ রুটসহ রংপুর ও দিনাজপুর-পঞ্চগড়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। দূর-দূরান্তের যাত্রীরা পড়েছেন বিপাকে। তবে জেলা থেকে দূরপাল্লার বাস ও বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নজরুল ইসলাম জানান, তাদের কাছে ধর্মঘটের কোনো নির্দেশনা নেই। শ্রমিকরা নিজেরাই ধর্মঘট পালন করছে। এটা তাদের ব্যাপার। এদিকে রংপুর জেলায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর