সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি-জামায়াত নেতা কর্মীসহ আটক ৭৯

প্রতিদিন ডেস্ক

চার জেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ৭৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ফরিদপুরে ৫৯, সিলেটে ৫, বগুড়ায় ৯ ও দিনাজপুরে আটক হয়েছেন ছয়জন। শনিবার রাতে থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— ফরিদপুর : জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ তিনজনকে আটক করা হয়েছে। শহরের রাজেন্দ্র কলেজের কাছ থেকে গতকাল তাদের আটক করা হয়। ছাত্রদল নেতারা জানান, বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবিতে রবিবার বিক্ষোভ বের হয়। মিছিলটি শেষে ফেরার পথে তিনজনকে আটক করে পুলিশ। তাদের থানা হাজতে রাখা হয়েছে। এদিকে, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে জেলায় আটক হয়েছেন ৫৬ জন।

 সিলেট : নগরীর সোবহানীঘাট যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসা থেকে ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে তিনটি মোটরসাইকেল জব্দ কর হয়েছে। গতকাল সন্ধ্যায় তাদের আটক করা হয়। রাতে এ খবর লেখা পর্যন্ত আটকদের নাম-পরিচয় জানা যায়নি। বগুড়া : আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় অভিযান চালিয়ে সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াতের নায়েবে আমীর এনামুল হক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নন্দীগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও আট জামায়াত কর্মীকে। নন্দগ্রাম থানার ওসি জানান, গ্রেফতারি পরোয়ানামুলে এদের গ্রেফতারের পর জেলাহাজতে পাঠানো হয়েছে। দিনাজপুর : নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর শহরের এক রেস্টুরেন্ট থেকে গতকাল বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন— আব্দুল মান্নান, সাইদুল ইসলাম সাঈদ, জাহান আলম, আলমগীর, মো. আলী ও শেখ শামিম। তাদের কাছে ১১টি ককটেল পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

সর্বশেষ খবর