সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
রোগীকে ভুয়া সনদ

ডাক্তারের অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হামলার ঘটনায় আহত ব্যক্তিকে ভুল চিকিৎসা সনদ দেওয়ার প্রতিবাদে সংশ্লিষ্ট ডাক্তারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তারা দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ফাইজুর রহমানের দেওয়া সার্টিফিকেটে অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। চিকিৎসক ফাইজুর রহমান জানান, ‘তাড়াহুড়া করতে গিয়ে কমবেশি লিখে ফেলেছি। রোগীর লোকজন আপত্তি জানালে মেডিকেল বোর্ড করে ঠিক করে দেব।’ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, এ বিষয়ে রোগীর লোকজন কিছু জানায়নি। তবে জখমি সনদ সম্পর্কে কোনো আপত্তি থাকলে আদালতের মাধ্যমে রিভিউ করতে পারবে। গত ৩১ আগস্ট শহরতলির জাবেদ হাজারীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। জাবেদের ক্ষতস্থানে দেওয়া হয় ১৮০টি সেলাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর