মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

নোয়াখালী প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামী লীগের এমপি মামুনুর রশিদ কিরণ গ্রুপ ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৫ পুলিশসহ ৩০ জন আহত  হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আনছারীকে আহত করার প্রতিবাদে সমাবেশ করার জন্য নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। সভার শুরুতে এমপি মামুনুর রশিদ কিরণের উপস্থিতিতে তার সমর্থকদের একটি মিছিল এলে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সালের সমর্থকদের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত কর্মীরা চেয়ার ভাঙচুর করে। এরপর শুরু হয় সংঘর্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। সংঘর্ষ চলার সময় গোটা চৌমুহনী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের সব দোকারপাট বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয় বাজারের দুই পাশে।

সর্বশেষ খবর