বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর দুর্গম চরাঞ্চলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের বড়বাড়ি ও ভূঁইয়াবাড়ির লোকজনের মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় রাজনীতিতে তারা সবাই আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, বড়বাড়ির নেতৃত্ব দিচ্ছেন শারফিন ও আজান। আর ভূঁইয়াবাড়ির নেতৃত্বে রয়েছেন বাচ্চু মিয়া, রমজান ও হালিম। তুচ্ছ ঘটনায় গত এক সপ্তাহে দুই পক্ষের লোকজনের মধ্যে কয়েক বার হামলা-পাল্টা হামলা হয়েছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় টেঁটা ও বল্লমসহ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শাহজালাল, মনির, বানি, খালেদাসহ ১০ জন টেঁটাবিদ্ধ হন। আহত হন আরও ১০ জন। আহতদের নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী থানার ওসি সাইদুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর