বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

এ্যানীর বাসভবনে হামলা

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসভবনে সমন্বয় সভায় হামলা ভাঙচুর হয়েছে। শহরের গোডাউন রোড এলাকায় গতকাল বিকালে এ ঘটনা ঘটে। এ সময় এ্যানী বাসায় ছিলেন না। এ ঘটনার জন্য ছাত্রলীগের নেতাকর্মীকে দায়ী করছে বিএনপি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, এ্যানির বাসভবনে হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত নন। —লক্ষ্মীপুর প্রতিনিধি

মাদকবিরোধী শপথ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী ও ট্রাফিক আইন মেনে চলার শপথ নিয়েছে দুই হাজার শিক্ষার্থী। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সকালে তাদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।

এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শফিকুল ইসলাম। —কিশোরগঞ্জ প্রতিনিধি

পথসভা

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার চরআলগী মুক্তিযোদ্ধা মোড় থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন মেজর (অব.) রেজাউল করিম। পরে গফরগাঁও, যশরা, রাওনা, মশাখালী, লংগাইর, উস্থি, পাগলা, নিগুয়ারী, টাংগাবর এবং দত্তের বাজার ইউনিয়নে পথসভা হয়। পথসভায় দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। —ময়মনসিংহ প্রতিনিধি

সততা স্টোর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুদকের অর্থায়নে দ্বিতীয় ‘সততা স্টোর’  উদ্বোধন করা হয়েছে। উপজেলার তারাব পৌরসভার হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ে গতকাল এ সততা স্টোর উদ্বোধন করেন। ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এর আগে উপজেলার মুড়াপাড়ায় সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের প্রথম কার্যক্রম শুরু হয়েছিল। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পর্যায়ক্রমে বিক্রেতাবিহীন এ স্টোর চালু করা হবে।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর