বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুড়িগ্রাম সাভারে ৫ শিক্ষার্থীর লাশ

কুড়িগ্রাম ও সাভার প্রতিনিধি

কুড়িগ্রাম শহরতলির বিসিক শিল্পনগরীর পার্শ্ববর্তী নলেয়ার পাড়ে একটি সেচপাম্পের পাশ থেকে গতকাল দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কিশোরী ডাকুয়ার পাড়ার জাবেদ আলীর মেয়ে সেলিনা আক্তার (১৪)। সে অষ্টম শ্রেণির ছাত্রী। আর কিশোর পূর্ব কল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৬)। সে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ওই কিশোর-কিশোরী দুজনকেই সাইকেলে ঘুরতে দেখা গেছে। গতকাল সকালে তাদের একটি সেচ পাম্প ঘরের কাছে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তারা আরও জানায়, ওদের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক ছিল। কেউ তাদের হত্যা করতে পারে। কুড়িগ্রাম পুলিশ সুপার জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।

এদিকে ঢাকার সাভারের ও আশুলিয়া থেকে দুই স্কুলছাত্রীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লাশগুলো পাওয়া যায়। এলাকাবাসী জানান, আশুলিয়া বাজারের আশুলিয়া ইটভাটা থেকে গতকাল অজ্ঞাত পরিচয় দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ১৫ বছর। পোশাক দেখে ধারনা করা হচ্ছে তারা স্কুলছাত্রী। দুর্বৃত্তরা তাদের হত্যা করতে পারে। যৌতুকের জন্য মঙ্গলবার রাতে সাভারের শ্যামলাসি বাহেরচড় এলাকায় ফুলমতি নামে (১৮) এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন। গতকাল দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ফুলমতির শ্বশুরবাড়ির লোকজন পলাতক। এদিকে আমিনবাজারের তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান বৃত্তির (২১) লাশ। আশুলিয়ার থানার ওসি জানান, লাশগুলো মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় চারটি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে গতকাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর