শিরোনাম
শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষক-ছাত্রসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

শিক্ষক-ছাত্রসহ নিহত ৬

নোয়াখালী, কুমিল্লা, মাদারীপুর ও নড়াইলে সড়কে প্রাণ গেছে ছয়জনের। নিহতদের মধ্যে মাদ্রাসা অধ্যক্ষ ও এক স্কুলছাত্র রয়েছে। বুধবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— নোয়াখালী : সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ ও এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধ্যা ও গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুবর্ণচর উপজেলার সাতাইশদ্রোণ গ্রামের বেপারি বাড়ির লিটনের ছেলে রিয়াজ উদ্দিন (১২) ও হাতিয়ার শূণ্যেরচর এলাকার আসাদুর রহমানের ছেলে ও চৌমুহনী আকবরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুদুর রহমান (৫৭)। কুমিল্লা : বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় গতকাল সকালে মিনি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কাভার্ড ভ্যানচালক আবু সেলিম। তার বাড়ি শেরপুর জেলায়। এদিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা বুধবার রাতে গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন। মাদারীপুর : সদর উপজেলার মঠের বাজার সংলগ্ন বেপারী পাড়ায় গতকাল ইজিবাইকচাপায় সিহাব বেপারী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় রব বেপারীর ছেলে সিহাব মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে দোকানে জুস কিনতে যাওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। নড়াইল : নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালী এলাকায় গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আকাশ শেখ (১৮) নিহত হয়েছেন। আকাশ কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর