শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘সুনাগরিক গড়তে মায়ের বিকল্প নেই’

নরসিংদী প্রতিনিধি

নতুন প্রজন্মকে মেধাবী ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের বিকল্প নেই। এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে মা সমাবেশ হয়েছে। অনুষ্ঠান শেষে কোমলমতি শিশুদের জন্য নীতির পাঠশালা নামক নতুন পাঠদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। ইউএনও শীলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, শিবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার সুফল চন্দ  গোলদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পরিবার ও মায়ের আঙিনা হচ্ছে শিশুদের প্রথম শিক্ষালয়। তাই শিশুদের আচার-আচরণসহ প্রতিটি ক্ষেত্রে মায়েদের লক্ষ্য রাখতে হবে।

পরে জেলা প্রশাসক অভিভাবকদের বসার স্থান, সততা স্টোর, ও স্কুলে সিসি টিভি ও মাল্টি মিডিয়া ক্লাসের উদ্বোধন করেন।

সর্বশেষ খবর