শিরোনাম
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রেল সেতুর পিলারে ধস, যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দি গ্রামের চকচকিয়া ব্রিজের পিলারের নিচে মাটি ধসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। উপায় না পেয়ে ট্রেন যাত্রীরা হেঁটে ও বিভিন্ন উপায়ে নিজেদের গন্তব্যে ছুটেছেন। সোনাতলা রেলস্টেশনে দিনাজপুর থেকে সান্তাহারগামী ও লালমনিরহাট থেকে ঢাকাগামী দুটি ট্রেন সকাল থেকে আটকা পড়ে। জানা যায়, প্রায় অর্ধশতাব্দী আগে নির্মিত হয় বগুড়া জেলার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দি গ্রামের চকচকিয়া ব্রিজ। বিলের ওপর নির্মিত রেল ব্রিজটি দীর্ঘদিন ধরে রেলযোগাযোগ রক্ষা করে আসছিল। গতকাল সকালে হঠাৎ করেই দেখা যায় ব্রিজের পিলারের নিচে মাটি ধসে গেছে। এতে পিলারের গোড়ার দিক নড়বড়ে হয়ে আছে এবং ব্রিজের উপরে থাকা রেল সড়কটি বাঁকা হয়ে গেছে।

সর্বশেষ খবর