সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই ট্রলারসহ এখনো নিখোঁজ ১৮ জেলে

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া দুটি ট্রলারসহ ১৮ জেলের গতকাল পর্যন্ত সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের পরিবার ও মত্স্য ব্যবসায়ীদের সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া ট্রলার রবিবার সকাল থেকে সাগরে ফিরতে শুরু করেছে।

শরণখোলার মত্স্য ব্যবসায়ী বিলাশ রায় জানান, গত বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে ঝড়ে চারটি ট্রলার ডুবে ৬০ জেলে নিখোঁজ হন। এরমধ্যে দুটি ট্রলার ও ৪২ জেলেকে উদ্ধার করা গেলেও বাকি দুটি ট্রলারসহ ১৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলার বিভিন্ন গ্রামে। শরণখোলা উপজেলা জাতীয় মত্স্য সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, নিখোঁজ জেলেদের পরিবার ও স্বজনরা উৎকণ্ঠায় রয়েছেন। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. জাহিদ আল হাসান জানান, কোস্টগার্ড সুন্দরবনের দুবলা ও কচিখালী কন্টিনজেন্টের সদস্যরা দুটি টিমে ভাগ হয়ে নিখোঁজ জেলে ও ট্রলারের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক জয়নাল আবেদীন জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুর্যোগে আশ্রয় নেওয়া ট্রলারগুলো রবিবার সকাল থেকে সাগরে ফিরতে শুরু করেছে।

সর্বশেষ খবর