সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাষ করা যাচ্ছে না ৫০০ একর জমি

জলাবদ্ধতা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

বানিয়াচংয়ে সরকারি খাল ইজারা না নিয়ে অবৈধভাবে দখল করায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি জমে থাকায় প্রায় ৫০০ একর জমিতে ধান চাষ করতে পারছেন না কৃষকরা। প্রতিকার চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী আমীরখানী, চানপাড়া ও পাইকপাড়া গ্রামের চাষিরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমিরখানী গ্রামের ফুল মিয়া ও মোতাহের বানিয়াচংয়ের হাওর এলাকায় শুঁটকি প্রকল্পের সানখলা থেকে ঘাগড়াকোনা পর্যন্ত খালটি দখল করে নেয়। ফলে খালের আশপাশের প্রায় ছয় হাজার কৃষকের ইরি-বোরো আবাদ বিঘ্নিত হচ্ছে।

অভিযুক্ত ফুল মিয়া জানান, জলমহালটি তিনি বৈধ ইজারাদারের ভাগিদার হিসেবে রক্ষণাবেক্ষণ করে আসছেন।

সর্বশেষ খবর