শিরোনাম
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

৫০-এর জনবলে চলছে ১৬০ আসনের প্রতিষ্ঠান

কুমিল্লা মেডিকেল কলেজ

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষক সংকটে ধুঁকছে কুমিল্লা মেডিকেল কলেজ। দীর্ঘদিন ধরে ৫০-এর জনবল দিয়ে চলছে ১৬০ আসনের প্রতিষ্ঠানটি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। মেডিকেল কলেজ সূত্র জানায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা মেডিকেল কলেজ। ৫০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যে শিক্ষক-জনবল নিয়ে কলেজটির যাত্রা শুরু করেছিল জনবল তেমনি রয়েছে। যদিও এখন মেডিকেল কলেজটিতে শিক্ষার্থী আসন সংখ্যা ১৬০টি। মোট ৬১৪ জন শিক্ষার্থীর কলেজটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের ১৪৬টি পদের মধ্যে ৫৮টিই শূন্য। এনাটমিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক নেই। প্রভাষক আর গেস্ট টিচার দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ফিজিওলজিতে নেই অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক। বায়োকেমিস্ট্রিতে সহযোগী অধ্যাপক থাকলেও অধ্যাপক-সহকারী অধ্যাপক নেই। কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রো বায়োলজি ও ফার্মাকোলজি বিভাগেরও একই দশা। মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষে এ সব বেসিক সাবজেক্টগুলো পড়ানো হয়। শুরুতেই শিক্ষক সংকটের কারণে আমাদের কোর্স শেষ করায় সমস্যায় পড়তে হয়। এখানে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক এনে পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার মান নিম্নগামী হবে।’ কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মহসিন-উজ-জামান চৌধুরী বলেন, ‘বার বার আবেদন করার পরও পদের সংখ্যা বাড়েনি। মঞ্জুর করা পদগুলোও খালি। গেস্ট টিচার দিয়ে চালিয়ে নিচ্ছি। এতো সংকট সত্বেও ভালো রেজাল্ট করে যাচ্ছি। প্রয়োজনীয় শিক্ষক পেলে আরও ভালো রেজাল্ট করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষকদের বাসস্থান নেই। নেই মসজিদ-অডিটরিয়াম। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।’

সর্বশেষ খবর