Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৫৮
বেওয়ারিশ সড়ক!
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপা সদর হাসপাতালের প্রধান সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে বেহাল পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। সড়কটির পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা জামে মসজিদ, চারটি ক্লিনিক, বেশকিছু ওষুধ, মুদি-মনোহরি, খাবার ও চায়ের দোকান। প্রতিনিয়ত গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার শত শত রোগী স্বাস্থ্যসেবা নিতে হাসপাতালে আসেন। সড়কের এ বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। মুমূর্ষু রোগী ও গর্ভবতী মায়েদের হাসপাতালে যেতে অনেক সময় অ্যাম্বুলেন্সের দরকার হলেও সড়কটি হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স চলাচলের অনুপযোগী।

এই পাতার আরো খবর
up-arrow