সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

২৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে পাঁচ জেলার ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

২৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে বগুড়াসহ উত্তরের পাঁচ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলা ও ভেলুরপাড়া স্টেশনের মাঝামাঝি রেল সেতুর পিলার দেবে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর গতকাল দুপুর আড়াইটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে প্রকৌশল শাখার কর্মকর্তারা জানান, এই সড়ক দিয়ে বগুড়া, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধায় সরাসরি ট্রেন চলাচল করে। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, চকচকিয়া সেতুর দেবে যাওয়া পিলার মেরামত সম্পন্ন হওয়ায় রবিবার দুপুরে পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আটকাপড়া দুটি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে। বগুড়ায় রেলওয়ের প্রকৌশল শাখা সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত পিলারের নিচে বালুর বস্তা, বাঁশ ফেলে মেরামত করা হয়েছে। মেরামত কাজ তদারকির জন্য সার্বক্ষণিক পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তারা ছিলেন।

সর্বশেষ খবর