সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর স্টেশন থেকে মৈশাদী পর্যন্ত ৫ কিলোমিটার এলাকার রেল লাইনের দুই পাশের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত দুই দিন এ অভিযান চালানো হয়। এর মধ্যে শনিবার দুই শতাধিক এবং গতকাল তিন শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।

শহরের বকুলতলা ও রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালানো হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন। সচেতন মহলের দাবি, এ দুই স্থানে রেল লাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সময়ের দাবি। এই দুটি স্থানে বিগত দিনে ট্রেনে কাটা পড়ে ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। রেলওয়ের চাঁদপুরে ভূমির দায়িত্বে থাকা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সাঈদ জানান, অবৈধ স্থাপনার তালিকা অনুযায়ী উচ্ছেদ করা হয়েছে। এখানে কোনো ধরনের সমঝোতা হয়নি। একটি মহল মিথ্যা অভিযোগ করছে। জানা যায়, রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকতা কিসিঞ্জার চাকমার নির্দেশে চাঁদপুর-লাকসাম রেলপথের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক গত দুই দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর