সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদ্যালয়ের পরিবর্তে ওরা কর্মস্থলে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

যে বয়সে ওদের হাতে থাকার কথা বই, খাতা-কলম, সে বয়সে তাদের হাতে ওয়েল্ডিং-ওয়ার্কশপ কারখানার যন্ত্রপাতি, চায়ের কাপ, খাবারের প্লেট। যখন তাদের থাকা উচিৎ স্কুল-মাদ্রাসায়, তখন তারা ব্যস্ত সময় পার করছে কর্মস্থলে। বলা হচ্ছে বগুড়ার আদমদীঘির বিভিন্ন এলাকায় কর্মরত শিশুশ্রমিকদের কথা।

এ উপজেলার অনেক শিশু ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করছে ওয়েল্ডিং-ওয়ার্কশপ কারখানা, চায়ের দোকান, খাবার হোটেল, মুদি ও পাইপের দোকানে। শিশুশ্রম বন্ধে আইন থাকলেও এখানে নেই এর যথাযথ প্রয়োগ। কম টাকায় শ্রম কিনতে পেরে বরং শিশুদের দিয়ে কাজ করতে উৎসাহী হচ্ছেন কিছু ব্যবসায়ী-মহাজন। আদমদীঘি উপজেলার বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, অভাবের কারণে অনেক অভিভাবক শিশুদের স্কুলে না পাঠিয়ে কাজে পাঠিয়ে দেন। এমন পরিবারও রয়েছে, শিশুর আয় দিয়েই যাদের চলে সংসার।

সর্বশেষ খবর