মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেনাপোলে তিন দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

সিদ্ধান্ত ছাড়াই শেষ যৌথসভা

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে বন্দর দিয়ে তিন দিন ধরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সংকট নিরসনে দুই দেশের ব্যবসায়ী, বন্দরশ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তাদের গতকাল তিন ঘণ্টার যৌথসভা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। প্রথমিকভাবে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত হলেও ভারতের বনগাঁও পৌরমেয়রের হস্তক্ষেপে তা বাতিল হয়ে যায়। বন্দরে শ্রমিক হয়রানি ও দুর্ব্যবহারের প্রতিবাদে শনিবার দুপুর থেকে ভারতীয় ট্রাক শ্রমিক সংগঠন এবং মালিক সমিতি বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়। ধর্মঘটের কারণে বেনাপোল ও পেট্রাপোলে পণ্যবোঝাই কয়েক হাজার ট্রাক আটকা পড়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস এবং পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারতীয় ট্রাক শ্রমিকরা অভিযোগ করেন, তাদের দেশ থেকে রপ্তানি করা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসার পর তাদের সঙ্গে নানা দুর্ব্যবহার ও হয়রানি করা হয়। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কামাল উদ্দিন শিমুল জানান, পেট্রাপোল বন্দরে বনগাঁও পৌরমেয়রের যোগসাজশে বিভিন্ন অজুহাতে আমদানি-রপ্তানি বন্ধ রেখে ট্রাকজট সৃষ্টি করে ট্রাকপ্রতি দুই হাজার টাকা ডেমারেজ আদায় করে আসছে দীর্ঘদিন থেকে। ডেমারেজের পুরো টাকা বাংলাদেশের আমদানিকারকদের কাছ থেকে নেওয়া হয়। বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির নেতা নুরুজ্জামান জানান, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। রবিবার রাতে বেনাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম শিগগিরই চালু হবে।’

সর্বশেষ খবর