মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটাধিকার কেড়ে নেওয়ার পাঁয়তারা চলছে

—বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের জনসভায় নেতারা বলেছেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে সরকার। শাসকদল স্বতপ্রণোদিত হয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করে দেবে তা সম্ভব না। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’

বাম গণতান্ত্রিক জোট বগুড়ার উদ্যোগে গতকাল সাতমাথায় জনসভায় নেতারা এ কথা বলেন। জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে বক্তৃতা করেন, কমরেড সাইফুল হক, কমরেড শাহ আলম, বজলুর রশীদ ফিরোজ, কমরেড মোশাররফ হোসেন নান্নু প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাইফুজ্জামান টুটুল। বক্তারা আরও বলেন, ‘উন্নয়নের ডামাডোল চালাতে চালাতে ১০ বছর ধরে দেশে অগণতান্ত্রিক শাসন বহাল রেখে গণতন্ত্রের শেষ খুটি সেটাও ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে ভেঙ্গে ফেলেছে। শেষ মূহুর্তে এসে তিনটি অগণতান্ত্রিক আইন পাস করেছে। সরকারের পায়ের তলায় মাটি নেই। এ কারণে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে হামলা করছে, মামলা দিচ্ছে।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন করতে হলে সব স্তরের মানুষের আজ ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।

সর্বশেষ খবর