মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সান্তাহার-রহনপুর রেলপথ

শত বছরেও স্বপ্ন পূরণ হয়নি

নওগাঁ প্রতিনিধি

শত বছরেও চালু হয়নি সান্তাহার-রহনপুর রেলপথ। প্রকল্পটি দেশের উত্তরাঞ্চলের নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের স্বপ্ন ও প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নের এগিয়ে আসেনি কোনো সরকার। ৬৬ মাইল দীর্ঘ বগুড়ার সান্তাহার-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে প্রকল্পটি ব্রড ও মিটার গেজ দুই ধরনের লাইন নির্মিত হওয়ার কথা ছিল। এ রেলপথে স্টেশন রাখার কথা ১১টি। ১৯৭৯ সালে জাতীয় সংসদের বাজেট আলোচনায় সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্পটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অবহেলিত জনপদ তথা বরেন্দ্র ভূমির আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে অনগ্রসর এ জনপদে উত্পাদিত কৃষিপণ্য পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। একই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে উন্নতি ঘটবে বলে জানান নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী।

সর্বশেষ খবর