মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে

—আইজিপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সমাজ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। ‘এসো আলোর পথে’ গতকাল বিকালে পুলিশ লাইন্স মাঠে মাদকবিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে সকালে মুন্সীগঞ্জে নারী পুলিশ ব্যারাক ও সদর পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি। এছাড়া ছয়তলা ভিতবিশিষ্ট অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর, পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ ও বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান, সদর সার্কেল এএসপি খন্দকার আশফাকুজ্জামান, টঙ্গিবাড়ী ও সিরাজদিখান সার্কেলের এএসপি আসাদুজ্জামান, ৬ থানার ওসি ও পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। এদিকে মাদক, সন্ত্রাস নির্মূলে জনতাকে উদ্বুদ্ধ করতে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, নকুল কুমার বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ খবর