মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

২০ ইউনিটের মূল্য ৩৭ হাজার টাকা

কুমিল্লা প্রতিনিধি

চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের ব্যবহৃত ২০ ইউনিটের মূল্য ৩৭ হাজার ৫৫১ টাকা! অর্থাৎ ১ ইউনিটের মূল্য ১৮৭৭.৫৫ টাকা। এরকম একটি বিল হাতে পেয়ে হতভম্ব হয়েছেন আবদুর রহমান নামের এক ব্যক্তি। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের আবুল হাসেমের ছেলে। সূত্র জানায়, সম্প্রতি আবদুর রহমানের পরিবারের কাছে আগস্ট মাসের ব্যবহৃত বিদ্যুতের বিল দেওয়া হয়। বিলটিতে লেখা রয়েছে-পূর্ববর্তী রিডিং ৬০, বর্তমান রিডিং ৮০, ব্যবহৃত ইউনিট ২০। আর এ ২০ ইউনিটের নীট বিল ৩৭ হাজার ৫৫১ টাকা। ভ্যাট ও মিটার ভাড়াসহ মোট বিল ৩৯ হাজার ৪৩৯ টাকা। নির্ধারিত তারিখের পরে বিল পরিশোধ করলে ৫% বিলম্ব মাশুলসহ বিল ৪১ হাজার ৩১৭ টাকা উল্লেখ করা হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই সাংবাদিকদের কাছে ফোনে অভিযোগ করেন, ‘এমনিতেই সারাদিনে বেশ কয়েকবার লোডশেডিং থাকে। তারপর আবার মাস শেষে ভুয়া বিল’। চৌদ্দগ্রাম পল্লী বিদ্যুতের ডিজিএম মৃদুল কান্তি চাকমা বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। ঠিক করে দেওয়া হবে’।

সর্বশেষ খবর