বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিন জেলায় ছয়জনের ফাঁসির রায়

প্রতিদিন ডেস্ক

সুনামগঞ্জ, কুষ্টিয়া ও সাতক্ষীরায় হত্যার দায়ে চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর— সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি গ্রামে ‘প্রেমিকার সম্মুখে প্রেমিককে অপমানের প্রতিশোধ’ নেওয়ার ঘটনায় যুবক খুন হওয়ার আলোচিত মামলায় এক আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও তাকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল এলাকায় এক তরুণীকে নিয়ে ঘোরাফেরা করছিল তিন যুবক। একটি ধর্মীয় অনুষ্ঠানের কাছে এভাবে না ঘোরার জন্য তাদের নিষেধ করেন ওই গ্রামের যুবক ইয়াকুব আলী।  এতে ‘প্রেমিকার সম্মুখে অপমানবোধ’ করেন কথিত প্রেমিক বাদল মিয়া। এর প্রতিশোধ নিতে ওই রাতে ইয়াকুব ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে বাদল মিয়া সহযোগীদের নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইয়াকুবকে গুরুতর আহত করেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া : কুষ্টিয়ায় গৃহবধূ শাহানারা হত্যা মামলায় স্বামী আতিয়ার রহমানকে (৩৫) ফাঁসির আদেশ ও অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আতিয়ার রহমান পলাতক ছিলেন। সাতক্ষীরা : সাতক্ষীরায় এক কলেজছাত্রকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। সাতক্ষীরার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার গতকাল দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আবদুল আলিমের ছেলে আলী আহম্মেদ শাওন, ভাড়ুখালি গ্রামের আবদুুল করিম মোড়লের ছেলে শাহাদাৎ হোসেন, মহাদেবনগর গ্রামের রেজাউল শেখের ছেলে সাজু শেখ ও নাজমুল হোসেন।

সর্বশেষ খবর