শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রিজ থেকে ফেলা শিশুর সন্ধান মেলেনি তিন দিনেও

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থেকে বেড়ানোর কথা বলে নিয়ে ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া শিশুর তিন দিনেও সন্ধান মেলেনি। পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রেখেছেন। এ ঘটনায় মামলা করার পর অভিযুক্ত নাজমুল হুদা লিয়নকে (২৮) আদালতে পাঠিয়েছে পুলিশ। নিখোঁজ শিশু আহাদ বাবু ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার ভাড়াটিয়া আবদুল মজিদের ছেলে। গ্রেফতার লিয়নও ওই এলাকার ভাড়াটিয়া।মজিদ জানান, গত বুধবার সন্ধ্যার দিকে নাজমুল হুদা লিয়ন তার ছেলেকে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়। এরপর তাদের সন্ধান না পেয়ে ঘটনার বর্ণনা দিয়ে ফতুল্লা মডেল থানায় জিডি করি। পরে জানতে পারি ওই দিন রাত ৯টার দিকে মোক্তারপুর ব্রিজ থেকে একটি বাচ্চাকে ফেলে দেয় এক যুবক। বিষয়টি আন্দাজ করতে পরে প্রত্যক্ষদর্শীরা লিয়নকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। তখন লিয়ন জানায়, শিশুটির বাবার কাছ থেকে কিছু টাকা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি জানান, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটির বাবা মামলা করেছেন।

সর্বশেষ খবর