রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল পাঁচ হাজার শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি

বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল পাঁচ হাজার শিক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে পাঁচ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন —বাংলাদেশ প্রতিদিন

‘ছেলেদের একুশ, মেয়েদের আঠারো, এর আগে নয় বিয়ে কারও’ এ স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন, র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ধনবাড়ী ভাইঘাট উচ্চ বিদ্যালয়মাঠে গতকাল প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়ে শপথবাক্য পাঠ করেন।

শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। আরও বক্তৃতা করেন— সাইফুল ইসলাম বেলাল, নাসিমা আক্তার, আনছার আলী, আকবর হোসেন, আব্দুল রহিম প্রমুখ। বক্তারা বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধ ও বন্ধে মানসম্পন্ন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার উপর বেশি জোর দিতে হবে। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর