সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঠাকুরগাঁও সীমান্তে গুলিবিদ্ধ লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের নাগর নদী থেকে সাহিদুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোংগা। নিহত সাহিদুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে সাহিদুরসহ কয়েকজন রত্নাই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাহিদুর গুলিবিদ্ধ হন। ভয়ে সঙ্গীরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুঁজতে থাকে। রাত ১১টার দিকে আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানান, লাশ রোববার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর