সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তিন জেলায় ৯ জঙ্গি আটক

প্রতিদিন ডেস্ক

নাটোরে ৫, লালমনিরহাটে ৩ ও বরিশালে ১ জঙ্গিকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ জানায়— রবিবার দিনগত রাত সোয়া ১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের একটি পরিত্যক্ত পাঠাগারে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন,   বড়াইগ্রামের দেগাছি গ্রামের জোবায়ের হোসেন (৩৫), মোস্তাফিজুর রহমান, গোনাইহাটি গ্রামের আলাউদ্দীন (৩৮), দোগাছি গ্রামের আশরাফুল ইসলাম (৩২),  বর্ণি এলাকার জাকারিয়া (২৩)। র‌্যাব বলছে— এ সময় সাতটি উগ্রবাদী বই ও তিনটি লিফলেট জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক গতকাল সকালে সংবাদ সম্মেলন করে জানান— লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জিহাদি বইসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন আনসারুল্লাহ বাংলা টিমের জেলা আমির। অন্যরা জেএমবির সদস্য। আটকরা হলেন— কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের মেহেদী হাসান (২২), পাটগ্রাম উপজেলার শমসেরপুর এলাকার রুহুল আমীন (২২) ও খেকন (২১)।  এদিকে র‌্যাব-৮ জানায়— বরিশাল নগরীর জিয়া সড়ক একতা সরণি থেকে জিহাদি লিফলেট ও বিদেশি অস্ত্র ও গুলিসহ জেএমবির সামরিক শাখার সদস্য আতিকুর রহমান বাবুকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে তাকে আটক করা হয় বলে এক সংক্ষিপ্ত মুঠোফোন বার্তায় জানিয়েছে র‌্যাব। তবে গতকাল রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এ পর্যন্ত বিস্তারিত জানাননি তারা। হিজবুত তাহরীরের আঞ্চলিক আমির গ্রেফতার :  নগরীর চান্দগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে মো. তানজিব হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে জঙ্গিবাদে উস্কানিমূলক লিফলেট ও বই উদ্ধার করা হয় বলে জানা গেছে। রফববার সন্ধ্যা ৭ টার দিকে চান্দগাঁও থানার স্বাধীনতা কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান। তিনি জানান, তানজিব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আঞ্চলিক আমির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর