মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে ছাড় দেওয়া হবে না’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের শান্তি বিনষ্টকারীকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান। তিনি বলেন, ‘পার্বত্যাঞ্চলে একটা কুচক্রি মহল আছে, যারা শান্তি-সম্প্রীতি চায় না। কারণ তারা পাহাড়ের উন্নয়নবিরোধী। যেখানে শান্তি, সম্প্রীতি থাকবে না, সেখানে উন্নয়ন হবে না। এ কুচক্রিমহলকে প্রতিহত করতে সব জাতি, গোষ্ঠি ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। লংগদু উপজেলায় নবনির্মিত লংগদু মডেল কলেজ উদ্বোধনে গিয়ে এসএম মতিউর রহমান এ কথা বলেন।

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হল, লংগদু জোন কমান্ডার লেফটেনেন্টে কর্নেল এসএম শফিকুল রহমান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য জানে আলম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউএনও প্রবীর কুমার রায় উপস্থিত ছিলেন। মেজর জেনারেল মতিউর রহমান আরও বলেন, ‘সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

সর্বশেষ খবর