মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সংবাদ সম্মেলনে পুলিশের বাধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ষড়যন্ত্র করে কারান্তরীণ করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল বিএনপির ওই নেতার শহরের বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। এদিকে সংবাদ সম্মেলনের যোগ দিতে আসা দলের নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বাধা দেয় পুলিশ। তারা বলেন, শ্যামলকে যে মামলায় জেলহাজতে নেওয়া হয়েছে সেই মামলার এফআইআরে-ও তার নাম ছিল না। শ্যামল বাইপাস অপারেশন করা হার্টের রোগী এবং ডায়াবেটিকে আক্রান্ত। লিখিত বক্তব্য পাঠ করেন মো. জহিরুল হক খোকন। বক্তব্য রখেন হাফিজুর রহমান মোল্লা কচি, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর