বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্বাভাবিক জীবন চায় শিশুটি

ফরিদপুর প্রতিনিধি

শিশু মনিরের বয়স ১০ কিংবা ১২। মা-বাবা বেঁচে নেই। কখনো ভিক্ষাবৃত্তি আবার কখনো টোকাই হয়ে পেটের ক্ষুধা মেটায়। রাত কাটে রেলগেটের বস্তি বা রাস্তার ধারে। তবুও স্বাভাবিকভাবে বাঁচতে চায় শিশুটি।  কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পা হারাতে বসেছে এই অনাথ শিশুটি। এখন ফরিদপুর মেডিকেলে যন্ত্রণায় কাতরাচ্ছে মনির। মানুষ দেখলে অপলক তাকিয়ে থাকে সে। দুর্ঘটনার পর থেকে রাজবাড়ীর স্থানীয় সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম ওষুধ কিনে দেওয়া থেকে শুরু করে শিশুটির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। রবিউল জানায়, ডাক্তার বলেছে দ্রুত মনিরের পা অপারেশন না করালে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। কোনো সহৃয়বান মানুষ সাহায্যের হাত বাড়ালে হয়তো শিশুটি স্বাভাবিক জীবন ফিরে পাবে।

সর্বশেষ খবর