বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সাংবাদিক দীপঙ্কর হত্যার বিচার দাবি

সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকাণ্ডের ১৪তম বার্ষিকীর স্মরণসভা করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন। গতকাল বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু। বক্তারা বলেন, দীপঙ্কর চক্রবর্তী ছিলেন একজন নির্বিবাদী মানুষ। অথচ তাঁকেই ২০০৪ সালের এই দিনে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন’ 

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এ জন্য একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। গতকাল জেলার রায়পুরার উত্তরবাখরনগর ইউনিয়নে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।

—নরসিংদী প্রতিনিধি

নোয়াখালী ছাত্রদল ও জামায়াত নেতা গ্রেফতার

নাশকতা পরিকল্পনার আশঙ্কায় নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি এবং সাবেক কমিশনার মাওলানা মহি উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নোমানকে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট এলাকা থেকে এবং মহিউদ্দিনকে বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়।—নোয়াখালী প্রতিনিধি

যুবলীগ নেতার বাড়িতে হামলা

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের বাড়িতে হামলা হয়েছে। প্রতিপক্ষের লোকজন সোমবার রাতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ টিয়ার শেল ও  শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। —ফরিদপুর প্রতিনিধি

‘জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে পাঁয়তারা’

ঠাকুরগাঁওয়ে একটি মহল আওয়ামী লীগে থেকে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে পাঁয়তারা করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মাঠে এ সংবাদ সম্মেলন হয়। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে পাঠ করেন। —ঠাকুরগাঁও প্রতিনিধি

ভালুকায় আনন্দ মিছিল

ময়মনসিংহ বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর সার্কিট হাউস ময়দানে আগমন  উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কাজিম উদ্দিন আহমেদ ধনু। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সফিকুল ইসলাম কামাল, জসিম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ প্রমুখ। 

—ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর