বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘আওয়ামী লীগের দুই নেতা হত্যা ছিল পরিকল্পিত’

মোরেলগঞ্জ প্রতিনিধি

‘আওয়ামী লীগের দুই নেতা হত্যা ছিল পরিকল্পিত’

‘বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের নেতা আনছার আলী ও শুকুর শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা খুনি। তারা আওয়ামী লীগের সমর্থক বা নেতা হতে পারে না। স্থানীয় বিরোধের দায় আওয়ামী লীগ নেবে না। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার হবে। মোরেলগঞ্জ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন ডেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন এ কথা বলেন। মঙ্গলবার বিকালে নিহত দুই নেতার জানাজায় এমপি মোজাম্মেল হোসেনকে লাঞ্ছিত করার ঘটনাটিও পরিকল্পিত বলে তিনি দাবি করেন। জামিল হোসাইন বলেন, এই জোড়া হত্যার সঙ্গে জড়িতদেরকে পুলিশ গ্রেফতার করেছে। এমপি মোজাম্মেল হোসেনও খুনিদের বিচার চাইছেন। এমন পরিস্থিতিতে একটি মহল খুনের দায় নির্দোষ ব্যক্তিদের উপর চাপানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, গত সোমবার বেলা ৩টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী ও উপজেলা যুবলীগের সদস্য শেখ শুকুর আলীকে বাড়ি থেকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ চারজনকে আটক করা হয়েছে। এদিকে এমপির ওপর হামলার প্রতিবাদে গতকাল মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

সর্বশেষ খবর