বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘কেপিএমকে উন্নত ও আধুনিক করা হবে’

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) উন্নত ও আধুনিক করা হবে বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে কেপিএমকে আরও আধুনিকায়ন প্রয়োজন। এ কারখানার মান আরও ভালো করতে হবে। এ প্রতিষ্ঠানটি উন্নত করা গেলে পার্বত্যাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’ রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি। এ সময় উষাতন তালুকদার এমপি, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুপ্রু চৌধুুরী, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মিলের সার্বিক পরিস্থিতি নিয়ে কেপিএমপি বিসিএইসি ও শিল্পমন্ত্রণায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ খবর