শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সরকারের অর্জন তুলে ধরার প্রত্যয়

দেশব্যাপী উন্নয়ন মেলা শুরু

প্রতিদিন ডেস্ক

সরকারের অর্জন তুলে ধরার প্রত্যয়

পায়রা সমুদ্র বন্দর —বাংলাদেশ প্রতিদিন

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানে সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে একযোগে মেলা উদ্বোধন করেন। মেলা উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা। বক্তারা এ মেলার মাধ্যমে গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র প্রতিটি নাগরিকের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রংপুর : মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন, দেবদাস ভট্টাচার্য, আবদুল আলীম মাহমুদ, মিজানুর রহমান। সিলেট : শোভাযাত্রা শেষে মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএম জিয়াউল আলম। নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন মেজবাহ্ উদ্দিন চৌধুরী, কামরুল আহসান, গোলাম কিবরিয়া প্রমুখ। বরিশাল : মেলা উ?দ্বোধন উপল?ক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে আব্দুল হালিম, রাম চন্দ্র দাস, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, সাইফুল ইসলামসহ শিক্ষার্থীরা অংশ নেন। গাজীপুর : আসাদুল ইসলাম ও ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর মেলা উদ্বোধন ঘোষণা করেন। পরে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুরে মেলা উদ্বোধন অনুষ্ঠানে শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর র‌্যালি প্রদক্ষিণ করে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে মেলা উদ্বোধন করেন মোশারফ হোসেন।  লক্ষ্মীপুর : র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। টাঙ্গাইল : মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন তা দেখে জনগণ আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। শরীয়তপুর : র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। কাজী আবু তাহেরের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন কর্নেল (অব.) শওকত আলী এমপি, সংসদ সদস্য বিএম মোজ্জাম্মেল হক, নাহিম রাজ্জাক, জেলা পরিষদ চেয়ারম্যান সাবিদুর রহমান খোকা। বগুড়া : প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মেলা উদ্বোধনের পর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন আবু হেনা মো. রাহমাতুল মুনিম, নূরে আলম সিদ্দিকী, আশরাফুজ্জামান, আলহাজ মমতাজ উদ্দিন। গোপালগঞ্জ : শোভাযাত্রা শেষে স্থানীয় পৌরপার্কে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহিদ উল্লাহ খন্দকার। গাইবান্ধা : মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। চুয়াডাঙ্গা : র‌্যালি ও আলোচনা সভা শেষে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মেলা উদ্বোধন করেন। নোয়াখালী : র‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তন্ময় দাস, আবদুর রউফ মণ্ডল, মাসুদ হোসেন প্রমুখ। নরসিংদী : সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মেলা উদ্বোধন করেন। পরে শোভাযাত্রা শেষে সাদিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মাগুরা : র‌্যালিতে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, ডিসি আতিকুর রহমান, এসপি খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মানিকগঞ্জ : বিজয় মেলা মাঠ থেকে বের  হওয়া র‌্যালিতে এসএম ফেরদৌস, রিফাত রহমান শামীম, গাজী কামরুল হুদা সেলিম উপস্থিত ছিলেন।  সিরাজগঞ্জ : শহরের শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় সেলিমা বেগম স্বপ্না এমপি, কামরুন্নাহার সিদ্দিকা, টুটুল চক্রবর্তীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদপুর : র‌্যালি উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের এমপি ডা. দীপু মনি। তিনি বলেন, সরকারের গত ১০ বছরের উন্নয়নের বার্তা শহর থেকে গ্রাম প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। রাঙামাটি : র‌্যালি শেষে মেলা উদ্বোধন করেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, তরুণ কান্তি ঘোষ, একেএম মামুনুর রশিদ, বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন। জয়পুরহাট : হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মোটর শোভাযাত্রা বের হয়। পরে পাঁচবিবি ডিগ্রি কলেজমাঠে পথসভায় জেলা ও উপজেলা নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। দিনাজপুর : ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করেন। মেলা উপলক্ষে ইউএনও রেহানুল হকের নেতৃত্বে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর