শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুই জেলায় সংঘর্ষে নিহত ১, আহত ৫৫

প্রতিদিন ডেস্ক

মাদারীপুর ও ভোলায় সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ৫৫ জন। মাদারীপুর প্রতিনিধি জানান— কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের ভাদুরী গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে বাশগাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বর খবির মৃধা মারা গেছেন। এছাড়াও ঢাকার তিতুমীর কলেজের মাস্টার্সের ছাত্র মিরাজ ঘরামী নামের এক শিক্ষার্থীর ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালি কেটে ফেলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থানায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন আছে। এদিকে ভোলার উকিলপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে ভোলা-২ আসন থেকে বিএনপি জোটের সাবেক পরাজিত প্রার্থী আশিকুর রহমান শান্তর (বর্তমানে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী) সমর্থকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। গতকাল বিকালে এ সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ জানান, উন্নয়ন মেলায় অংশগ্রহণ করার জন্য গতকাল দুপুরে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শহরের দিকে আসছিলেন। এ সময় উকিলপাড়ার শান্তনীড়ের সামনে এলে আশিকুর রহমান শান্তর বাসা থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। ওই বাসা থেকে ইটপাটকেল ও গুলি বর্ষণ করা হয়। অন্যদিকে সন্ধ্যায় আশিকুর রহমান শান্ত সাংবাদিকদের জানান, তিনি আওয়ামী লীগের একজন সমর্থক এবং আসন্ন জাতীয় নির্বাচনে ভোলা-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। এজন্য তিনি ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা) ১১২টি কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বেলা ৩টার দিকে নিজের বাসায় তার সমর্থকদের নিয়ে সমাবেশ করছিলেন। এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপ তার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। প্রতিপক্ষের হামলায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং হামলাকারীরা অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ভোলা থানার ওসি মো. ছগির মিঞা জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সর্বশেষ খবর