শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
পদুয়া ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন নিয়ে ক্ষোভ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ উঠেছে— তৃণমূলের মতামত না নিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে সদ্য যোগদানকারীকে মনোনয়ন দেওয়ার পাঁয়তারা চলছে। এই ইউনিয়নে ২১ অক্টোবর নির্বাচন। গত ২১ আগস্ট চেয়ারম্যান বাবুল তালুকদার খুন হওয়ায় পদটি শূন্য হয়।  পদুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নাছির উদ্দিন বলেন— তৃণমূলের কারো মতামত না নিয়ে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী এক সাবেক চেয়ারম্যানকে মনোনয়নের পাঁয়তারা চলছে। এ জন্য তিনি দলের সিনিয়র এক নেতাকে অভিযুক্ত করেন। পদুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বলেন, নব্য আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়া হলে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে। নিহত চেয়ারম্যান বাবুল তালুকদারের স্ত্রী মিনরা আক্তার বলেন, আমার প্রয়াত স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি মনোনয়ন চাইলেও মূল্যায়ন করা হয়নি।

সর্বশেষ খবর