শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দৌলতপুরে সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১২

মাদারীপুরে পুলিশ এলাকাবাসী গোলাগুলি

কুষ্টিয়া ও মাদারীপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিজাম (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার শশীধরপুর প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে। এতে আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শশীধরপুর প্রামাণিকপাড়া গ্রামের এলাহী প্রামাণিক ও আবদুল প্রামাণিকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল বেলা ১১টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নিজামকে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ৪টায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে শুকুর মালিথা (৪০), মালিথা (৩৫), সীমাজুল (৩৩), ইমাদুল (৩০), মিরাজ (৩৫), সাবু (৩০) ও অন্তরসহ (২৮) ৭ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং সজিব (২৫) নামে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এলাহী ও আফ্ফান মোহরীর লোকজন রামদা ও ধারালো শাবল দিয়ে নিজামের শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে। পরে তার মৃত্যু হয়। নিহত নিজাম শশীধরপুর গ্রামের মৃত আবুল মালিথার ছেলে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহা দারা খান বলেন, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে। এদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের ভাদুরী গ্রামে বৃহস্পতিবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাশগাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বর খবির মৃধা নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের ভাদুরী গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাশগাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বর খবির মৃধা নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্যের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার বিকালে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর