শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরি

চুয়াডাঙ্গায় মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে —বাংলাদেশ প্রতিদিন

চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় ১১৩টি মণ্ডপে শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন আয়োজকরা। প্রতিমা তৈরিকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। হিন্দু ধর্মীয় নেতারা পূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রশান্ত অধিকারী জানান, জেলার বেশিরভাগ প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শেষ হয়েছে। শিল্পীর নিপুণ কারুকাযও অনেক মন্দিরে শেষ হয়ে গেছে। কোথাও কিছু কিছু কাজ বাকি থাকলেও শিল্পীরা দিনরাত কাজ করে চলেছেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় সব সময়ই নিরাপদ পরিবেশ বিরাজ করে। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে আমরা মনে করছি। পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূর্ণ নিরাপত্তার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় হিন্দু ধর্মের উৎসব দুর্গাপুজা উদযাপিত হবে। নিরাপত্তার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর