শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুপচাঁচিয়ায় খোলা আকাশের নিচে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুপচাঁচিয়ায় খোলা আকাশের নিচে পাঠদান

দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে পাঠদান চলছে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পড়েছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠা ভবনের সামনে স্কুলমাঠে পাঠদান করছে শিক্ষকরা। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান দিতে গিয়ে শিক্ষকমণ্ডলিকে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। সেই সঙ্গে খেলার মাঠ শৌচাগার লাইব্রেরি না থাকায় ও প্রয়োজনীয় ব্রেঞ্চ সংকটে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সিমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন জানান, স্কুলটির শ্রেণিকক্ষ সংকট রয়েছে। সংকট কাটিয়ে উঠতে কাজ চলছে। শুনেছি প্রায় দুই বছর আগে শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে স্কুলের একটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে।

সর্বশেষ খবর