শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল পাঁচ প্রাণ, আহত ১৮

নারায়ণগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায়’ কলেজছাত্রী নিহত

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। বৃহস্পতিবার রাত ও গতকাল বিভিন্ন সময় এ সব দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় লেগুনা দুমড়ে-মুচড়ে’ এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ জানায়— শুক্রবার বেলা ১টার দিকে সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার লুভা (২৫) ঢাকার ডেমরার শুকুরশী এলাকা আব্দুল লতিফের মেয়ে। ঢাকার ইডেন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তিনি। আহতদের মধ্যে ইদ্রিস আলী নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যদের সানারপাড়ে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মনোয়ারা খাতুন (৫০) ও চায়না খাতুন (৩৫)। আহতদের মধ্যে রফিকুল ইসলামকে (৪৩) আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর : জেলার বড়াইগ্রামে এ্যাম্বুলেন্স-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা এই তিন যানের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার জোয়াড়ি কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব আলী (৩৫)। সে ওই সিএনজি অটোরিকশার যাত্রী ও উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। আহত হয় অটোরিকশা চালক একই গ্রামের নূর আলম (২৮), নিহতের ভাই মোজাম্মেল আলী (২৭), যাত্রী সিরাজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৩০) ও আহম্মেদপুর গ্রামের সুমন হোসেন (২৫) এবং এ্যাম্বুলেন্স চালক ধানুড়া গ্রামের শ্যামল চন্দ্র দাস (২৮)। আহত ২ জনকে বনপাড়া আমেনা হাসপাতাল ও বাকি ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া : জেলার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রায়পুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রংপুর : জেলার কাউনিয়া উপজেলায় মাহিন্দ-ইজিবাইক সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার পুরনো পেট্রল পাম্প এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার বড়ুয়াহাট ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের আব্দুস সামাদের ছেলে। চাঁদপুর : সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক মো. জাকির হোসেন সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শহরের মঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর