শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পার্কে অসামাজিক কার্যকলাপ!

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার উলাশি ও ঝিকরগাছার মির্জাপুরে গড়ে উঠা নীলকুঠির ফ্যামিলি পার্কে চলছে নানা অসামাজিক কার্যকলাপ। দিবালোকে এ অসামাজিক কাজ চললেও অজ্ঞাত কারণে নীরব প্রশাসন। পার্কে যারা ঘুরতে আসে তাদের অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। অসামাজিক কার্যক্রম দেখে উদ্বিগ্ন অভিভাবকরা। দাবি উঠেছে, অবিলম্বে পার্কটি বন্ধ করার। শার্শা উপজেলা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ১২ বছর আগে ১০ বিঘা জমি নিয়ে নীলকুঠি ফ্যামিলি পার্ক থেরি করা হয় এলাকাবাসীর বিনোদনের জন্য। প্রথমে ঠিকঠাক চললেও বছর ঘুরতে না ঘুরতেই সেখানে শুরু হয় অসামাজিক কার্যকলাপ। সরেজমিনে দেখা যায়, জোড়ায় জোড়ায় ছেলে-মেয়ে পার্কে বসে আছে। সেখানে রয়েছে ছেলে-মেয়েদের একান্তে সময় কাটানোর জন্য ছোট ছোট খুপড়ি ঘর। প্রতি ঘরের ভাড়া নেওয়া হয় ঘণ্টায় এক থেকে দুই হাজার টাকা। আর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এক ঘরের ভাড়া চার হাজার টাকা। পার্কে দেখা গেল স্কুল-কলেজের শিক্ষার্থীরা ড্রেস পরা অবস্থায় ঘুরাফিরা করছে। পার্কের এক কর্মচারী জানান, বোঝেন তো পার্ক হচ্ছে বিনোদনের জায়গা। পার্কে একটু এদিক-সেদিক কাজ না হলে চলবে কি করে। পার্কের মালিক মিলন মেম্বর বলেন, ‘এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। মাঝে মাঝে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা পার্কে এসে একটু গল্প-গুজব করে। এতে দোষের কি?’

ঝিকরগাছার ইউএনও জাহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। নির্দেশনা পাওয়ামাত্র পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কোনো স্কুল কলেজগামী যাতে ক্লাসের সময়ে পার্কে না যায় সেজন্য প্রধান শিক্ষকদের সঙ্গে ক্যাম্পিং করা হচ্ছে। ওসিকে বলেছি, পার্কে কোনো অনৈতিক কাজ হলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে।

সর্বশেষ খবর