শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তাড়াশে ডিজিটাল স্কুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষার মান ও প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ এবং ছাত্র-ছাত্রীদের ক্লাস ফাঁকিরোধসহ আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্যে জেলার তাড়াশে প্রথম ডিজিটাল স্কুলের যাত্রা শুরু হয়েছে। তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ডিজিটাল উচ্চ বিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন। সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের উদ্যোগে উপজেলার প্রথম পর্যায়ে পাঁচটি স্কুলে ডিজিটাল স্কুল হিসেবে কার্যক্রম শুরু হলো। তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ডিজিটাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, ডিজিটাল পদ্ধতিতে হাজিরার কারণে ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিতে পারবে না। ফাঁকি দিলে বা অনুপস্থিত হলে অভিভাবকের মোবাইলে অটোমেটিক ম্যাসেজ চলে যাবে। সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস পর্যবেক্ষণের কারণে কোন শিক্ষক পড়াতেও ফাঁকি দিতে পারবেন না। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এস.এম ফেরদৌস ইসলাম জানান, শিক্ষার মান উন্নয়নে এটি যুগান্তকারী পদক্ষেপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর