শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রংপুরে ট্রেন লাইনচ্যুত

ছয় ঘণ্টা পর চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া জংশনে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর উত্তরের কয়েকটি জেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাউনিয়া জংশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাউনিয়া স্টেশন মাস্টার বাবু আল রশীদ বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী সেভেন আপ মেইল ট্রেনটি বিকাল ৫টায় কাউনিয়ায় স্টেশনে আসে। ইঞ্জিন পরিবর্তন করে সাড়ে ৫টার দিকে ট্রেনটি পঞ্চগড়ের দিকে রওয়ানা হয়। পরে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরে আসতে না পেরে লালমনিরহাটে চলে যায়। পরে সেখান থেকে ট্রেনটি ঢাকায় ফিরে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর